মো:শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ার নবিনগর চন্দ্রা মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে গেল দুই দিন যাবৎ (সোমবার থেকে) অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা। এতে সাভারের তিন মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। চলছে শ্রমিকদের টানা বিক্ষোভ, কিছুক্ষণ পরপর শ্রমিকরা দাবি আদায়ের পক্ষে দিচ্ছে নানা শ্লোগান।
এতে সড়কের নবীনগর থেকে বাইপাইল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৮ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিমি ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিমি সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল সড়কেও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিক আন্দোলনের প্রভাব পড়েছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া জুড়ে।অবেশেষে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ৫৬ ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কের যান চলাচল।মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।
এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল (০২ অক্টোবর) জেনারেশন নেক্সট পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ।এতে ক্ষিপ্ত হয়ে সকাল থেকে কয়েক ঘন্টা নরসিংহপুর-কোনাবড়ী রাস্তা অবোধ করে রাখে শ্রমিকরা।পরবর্তী সকাল ১০:৩০ মিনিটে আন্দোলনরত শ্রমিকরা ১০টি বাস নিয়ে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশ্যো রওনা দিয়েছেন।
Leave a Reply