নিজস্ব প্রতিবেদক:ফ্যাসিবাদের আমলে সংঘটিত সকল অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবরোধ শুরু করেন তারা। ২০ মিনিট অবরোধের পর ১টা ২০ এ অবরোধ তুলে নেন তারা। এ সময় আরিচাগামী লেনে যানযটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২:৪৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটক (ডেইরি) সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ন।
ইংরেজি বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন “আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালকেও কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।”
সমাবেশের সঞ্চালক জিয়া উদ্দিন আয়ন বলেন, “আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে কিভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। এতদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের দ্বারা সাধারণ মানুষজন গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছে। তাদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ব্যতীত আর কিছুই আমরা পাইনি। আমাদের সহযোদ্ধা শফিউল আলম আরমানের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সকল অঙ্গসংগঠনের নিষিদ্ধের দাবিতে আজ আমরা একত্রিত হয়েছি।”
Leave a Reply