এইচ এম সৌরভঃ গাজীপুর কালিয়াকৈরে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কালিয়াকৈর সফিপুর বাজার এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।
আটককৃত আসামী জসিম (৩৩) বরগুনা জেলার পূর্ব ধূপাতী গ্রামের ইউসুফ আলীর ছেলে ও জাহাঙ্গীর (৪৮) আলম ঢাকা জেলার গাজীবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে।
পুলিশসূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের মোসলেম উদ্দিন ওরুফে মঞ্জুর ৩লা বাড়ি থেকে তিন লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে থানা পুলিশ। তারা দীর্ঘদিন যাবত অই এলাকায় গোপনভাবে মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, গতরাতে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ আসামীদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply