সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের বলিয়ারপূরে বামনী খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। ঢাকা জেলা পরিষদ ও সাভার উপজেলা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে
গত ১৯ মার্চ এই কার্যক্রমের উদ্ভোধনের পর গত ৩ এপ্রিল সাভারের নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ কাজের পরিদর্শন করেন।
কার্যক্রমের তদারকি করে সন্তুষ্টি প্রকাশ করে রাহুল চন্দ বলেন, বামনি খাল সাভারের একটি ঐতিহ্যবাহী জলাধার। নানা সময়ে খালটি দখলদারদের দ্বারা আক্রান্ত হয়ে নিজের অস্তিত্ব হারাতে বসেছিলো। তবে আমরা আবারো খালটিকে পুরনো রুপে ফিরিয়ে এনে এর সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। অচিরেই খালটি তার হারিয়ে যাওয়া রুপ ফিরে পাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস. এম. রাসেল ইসলাম নূর, সাভার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল করিম, সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,
জমজম নূর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক হাফেজ নূর মোহাম্মদ প্রমুখ।
উল্লেখ্য এটি মুলত বামনী খালের একটি প্রশাখা। খালটি পুনঃ খনন করে পানির প্রবাহ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে খালের দুই পাড় বাধাই করে সৌন্দর্য বর্ধনের কাজও চলমান থাকবে।
Leave a Reply