সাভার প্রতিনিধি :
ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি করছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করায় মহাসড়কটিতে ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় অনেককে দেখা যায় পায়ে হেটেই গন্তব্যে রওনা দিয়েছেন। যানজট ও যানবাহনের ধীরগতিতে জন মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
সাভার থেকে গুলিস্তানের যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া নয়ন হাসান জানান, আমিনবাজার আসতেই অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেছেন তারা। তবে আমাদের গাড়ি থেকে কাউকে আটক করেননি। এটি এক ধরনের বিড়ম্বনা।
প্রবাসী প্রকৌশলী আলী আশরাফ কালবেলাকে বলেন,২ ঘন্টা ধরে জ্যামে বসে আছি । জরুরী একটা কাজে বেরিয়েছিলাম। আজ মনে হয় সময় মতো গন্তব্যে পৌঁছাতেও পারবো না আর আমার কাজটিও হয়তো করা হবে না। বিদেশে থেকে কষ্টার্জিত অর্থ উপার্জন করে দেশে রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখে চলেছি প্রায় এক যুগ। দেশে এসেছি অল্প কয়েক দিনের ছুটি নিয়ে একটু আরাম আয়েশ
করতে। এখানেও মিলছে না স্বস্তি। অহেতুক এমন তল্লাশিকে আমি এক ধরনের হয়রানি বলে মনে করছি।
এটিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ বলেন, আমরা আমিনবাজারে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। এখানে একজন সার্জেন্টের সহয়তায় ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। এছাড়া রাজধানীতে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম হওয়ার কথা, সেই প্রোগ্রামের নিরাপত্তার স্বার্থে আমরা সন্দেহজনক ব্যক্তি ও পরিবহনগুলোতে তল্লাশি করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থার কথা ভেবেই আমাদের এই তল্লাশি।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশ করে কেউ যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের নিয়মিত যেই কার্যক্রম, বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করা হচ্ছে।
Leave a Reply