সাভার প্রতিনিধি: দেশের গার্মেন্টস সেক্টরে চলামান অস্থিরতা নিরসনে ‘দেশকে বাঁচাতে এগিয়ে আসুন,গার্মেন্টস শিল্প রক্ষা করুন’ এই শ্লোগানকে সামনে সামনে রেখে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ কমিটি গঠন করে বিভিন্ন কারখানার সামনে পাহাড়ার ব্যবস্থা করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাভারের কলমা এলাকার বিভিন্ন পোশাক কারখানার ঘুরে এমন দৃশ্য চোখে পরে।
এসময় এসব কমিটির নেতৃত্ব প্রদানকারী ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ কালবেলাকে বলেন, দলীয় হাই কমান্ডের নির্দেশনা মোতাবেক আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর তত্বাবধানে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে আমরা মাঠে থেকে কাজ করে যাচ্ছি। ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার অক্ষুণ্ণ রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী জীবনবাজী রেখে কাজ করতে প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর তার ধূসররা দেশের ক্রান্তিকালে দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আমরা তাদের এই অশুভ চক্রান্তকে সফল হতে দেবোনা। পোশাকক্ষাত সহ দেশের উন্নয়নে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে আমরা তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।
এবিষয়ে উইন্টার ড্রেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গার্মেন্টস শিল্পকে রক্ষায় কারখানা ফটকের সামনে পাহারার ব্যবস্থা করেছেন। এটি নিসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই। আশাকরি তাদের এমন উদ্যোগ গার্মেন্টস শিল্পকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের ফ্যাক্টরির নিরাপত্তার বিষয়ে আমরা কিছুটা উৎকণ্ঠার মধ্যে থাকলেও তাদের এই উদ্যোগের ফলে সেটি দূর হয়েছে। এখন আমাদের ফ্যাক্টরির কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু কালবেলাকে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির হাই কমান্ডের নির্দেশনা রয়েছে যেকোন মূল্যে পোশাকক্ষাতকে সুরক্ষা দেয়া। দলের নির্দেশনা মোতাবেক আমি শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। পোশাক ক্ষাতকে অস্থিতিশীল করতে যারাই সক্রিয় হবেন তাদের প্রতিরোধ করে পোশাক ক্ষাতের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। আমি খুব দৃঢ়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
Leave a Reply