হুমায়ুন কবির:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শুক্রবার বিকেলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-আরিচা মহাসড়কের একটি অংশ।
বিক্ষোভ মিছিলটি মির্জানগর গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা সাম্য হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত’ দাবি করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। সাম্য ছিলো মেধাবী, নিরীহ ও সংগঠনের সক্রিয় কর্মী। তাকে যারা হত্যা করেছে, তারা দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎকে হত্যার চেষ্টায় লিপ্ত।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে দিতে চাই—যদি অবিলম্বে সাম্য হত্যার বিচার না হয়, যদি খুনিদের আইনের আওতায় না আনা হয়, তবে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্রদল আর কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা। তারা বলেন, “এদেশে ছাত্রদলের রক্ত ঝরছে প্রতিনিয়ত। কিন্তু বিচার নেই, জবাবদিহি নেই। এবার প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। ছাত্রদল শান্তিপূর্ণ থাকলেও দুর্বল নয়।”
বিক্ষোভ মিছিলে সাভার, ধামরাই, আশুলিয়া, বিরুলিয়া, আমিনবাজার, কাওন্দিয়া ও আশপাশের বিভিন্ন থানা-ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রাজপথে তাদের দৃপ্ত পদচারণায় মুহূর্তেই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকা এই হত্যাকাণ্ডের অন্যতম উৎসাহদাতা। তারা বলেন, “আমরা আর চুপ করে থাকব না। সময় এসেছে হত্যার বিরুদ্ধে গণবিচারের আন্দোলন গড়ে তোলার।”
Leave a Reply