ওমান প্রতিনিধি: একদিকে করোনার ক্ষতি পুষিয়ে উঠার চেষ্টায় দিনরাত পরিশ্রমেও যখন ব্যবসায় স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ প্রবাসী ব্যবসায়ীরা এবং সাধারণ শ্রমিকরা হারাচ্ছেন চাকরি। কোন মতে বেঁচে থাকার লড়াইয়ে যখন ক্লান্ত এসব প্রবাসীরা। ঠিক এই মূহুর্তে বিমান টিকিটের অস্বাভাবিক উচ্চ মূল্যে দিশেহারা প্রবাসীরা।
দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে একাধিক বার সিআইপি নির্বাচিত হওয়া ওমানের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ বাদশা মিয়া প্রতিবেদককে বলেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন প্রায় দের কুটি প্রবাসী জনগোষ্ঠী। যুগযুগ ধরে নিজের স্বাধ আহ্লাদ বিসর্জন আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে প্রবাসে পরে থেকে সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি। করোনা তান্ডবে বিশ্ব অর্থনীতি ক্ষতির মুখে পরায় এসব রেমিট্যান্স যুদ্ধারা পার করছেন চরম দুঃসময়। কাজ হারিয়ে বেকার ঘুরছেন অনেকেই। কর্মহীন এ সময়টাকে কাজে লাগাতে অনেক প্রবাসী’ই যখন আত্মীয় স্বজনদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে দেশে আসতে চান কিংবা ছুটিতে থাকা কোন প্রবাসী ফিরতে চান প্রবাসের কর্মস্থলে তখনি ঘটে বিপত্তি।
মূলত টিকিটের অস্বাভাবিক উচ্চ মূল্যে দিশে হারা প্রবাসীরা। অনেক প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সাথেও তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝির। ছোটখাটো প্রতিষ্ঠান গুলোতো রিতো মতো শ্রমিক সংকটে ভুগছেন। যেসব প্রবাসী ওয়ানওয়ে টিকিট নিয়ে দেশে এসছেন তাদের অনেকেই অর্থাভাবে উচ্চ মূল্যে টিকিট কিনে ফিরতে পারছেন না।
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন গুণ দামের কারনে অর্থাভাবে অনেক প্রবাসী সময় মতো টিকেট কাটতে ব্যর্থ হওয়ায় পৌঁছাতে পারছেন না কর্মস্থলে। রাষ্ট্রিয় বিমান সংস্থার এমন গলাকাটা টিকিট মূল্যে ফুসে উঠেছেন প্রবাসীরা। এখনি টিকেটের মূল্য কমাতে ব্যবস্থা না নিলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রবাসীরা।
বাদশা মিয়া আরো বলেন দেশে ফেরার সময় এয়ারপোর্ট থেকে লাগেজ মাথায় কিংবা ঘারে করে বহন করে গাড়িতে উঠানোর ঘটনা নতুন নয়, বারবার এ সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার বাণী শুনা গেলেও মিলছেনা কোন সমাধান। কতৃপক্ষের এমন উদাসীনতাকে প্রবাসীদের সাথে বৈরি আচরণ বলেও মন্তব্য বিশিষ্ট এই ব্যবসায়ীর।
সিআইপি বাদশা মিয়া সহ সাধারণ প্রবাসীদের অভিযোগ রাষ্ট্রীয় বিমান সংস্থা প্রবাসীদের যেখানে সর্ব নিম্ন ভাড়ায় বহন করার কথা সেখানে বিমান হাঁকাচ্ছে চড়া মূল্য, বিমান ভাড়া বৃদ্ধির নামে প্রবাসীদের এমন হয়রানি সরকারের ভাবমূর্তি নষ্ট করবে বলেও বলছেন প্রবাসীরা। তাদের দাবি কোন রকম কালক্ষেপণ ছাড়াই টিকেটের মূল্য কমিয়ে এনে টিকেট সিন্ডিকেট চক্রকে খুঁজে বের করে বিমানকে প্রবাসী বান্ধব করা ও এয়ারপোর্টে যাত্রী হয়রানি বন্ধে সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে এসে প্রবাসীদের পাশে থাকার।
Leave a Reply