মো.সোহেল রানা,জেলা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী।তার বাবার বাড়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত তিলাবদুরী গ্রামে।
আজ (১১ সেপ্টেম্বর) রোজ বুধবার দুপুর ১ টার দিকে হাসাপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে সন্তানগুলো প্রসব করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় মেরিনা আক্তারের প্রসবব্যথা নিয়ে রাজশাহী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে উনাকে ভর্তি করান। সেখানে সিজারের মাধ্যমে একে একে পাঁচটি পুত্র সন্তান জন্ম দেন মেরিনা।বর্তমানে মা ও সন্তান’রা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার।
Leave a Reply