মো. সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাইয়ের মুনিয়ারি গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৌশলে বাড়ি ভাঙচুর। ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট বুধবার রাত আনুমানিক ১২ ঘটিকায়। ভুক্তভোগী মৃত সুনীল চন্দ্র প্রামানিক (বীর মুক্তিযোদ্ধা) এর ছেলে সুজন চন্দ্র প্রামানিক জানান, তার বাড়ির পাশে একটি দোতলা মাটির পরিত্যাক্ত ছাউনী বিহীন বাড়ি আছে।
সেই বাড়িটিতে মাটির খুবই ঝুঁকিপূর্ণ দেয়াল আছে তারপাশ দিয়েই সরু রাস্তা। কয়েকদিন আগে প্রতিবেশী মনি চন্দ্র পাল, পিতা মৃত: ধীরেনচন্দ্র পাল ও তার ছোট ছেলে টিটনকে সাথে নিয়ে সুপরিকল্পিতভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও উক্ত ঝুঁকিপূর্ণ দেয়ালের গোড়া শাবল ও কোদাল দিয়ে অনেকখানি কেটে ফেলে।
ভুক্তভোগী প্রশ্ন করলে, মনি চন্দ্র বলে ভিতরে ভ্যান নেয়ার জন্য এই ব্যবস্থা করলাম। গতরাত বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে বিকট শব্দে ও গরু-বাছুরের ছটফটানিতে ভুক্তভোগী ও তার স্ত্রী সন্তান জেগে ওঠে। উঠে দেখে, সেই ঝুঁকিপূর্ণ মাটির দেয়ালটি ভেঙ্গে পড়ে তাদের বাড়ির গেট ও ওয়াল দুমড়ে মুচড়ে পড়ে আছে এবং দুইটি গরু ক্ষতবিক্ষত হয়ে গেছে।
ভুক্তভোগী সুজনের দাবি, মনি চন্দ্র পূর্ব শত্রুতার জেরে সুপরিকল্পিতভাবে আমার এত বড় ক্ষতি করেছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার চাই। উক্ত গ্রামের ওয়ার্ড সদস্য মোঃ মালেকুল ইসলাম কে বিষয়টি অবগত করলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।
Leave a Reply