1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও”

আত্রাই বিদেশ পাঠাতে চেয়ে প্রতারণা আদম বেপারী আলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: দেশ জুড়ে কিছুতেই থামছে না মানবপাচারের মত নেক্কার জনক ঘটনা।একটু সুখের আসায় গ্রামগঞ্জের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ গুলো পরিবারের সদস্যদের মুখে হাসি ফোঁটাতে শেষ সম্বল বিক্রি করে টাকা জমিয়ে তুলে দেয় বিভিন্ন এজেন্সি ও দালাল চক্রের হাতে।যাদের কপাল ভালো তারা অতি দ্রুতই চলে যায় প্রবাসে।

আর যাদের কপাল মন্দ তারা পড়ে আলাউদ্দিন আলার মত দালালচক্রের ও প্রতারক চক্রদের খপ্পরে আর তখনই তাদের কপাল পুড়ে।এমনই একটি ঘটনা ঘটেছে আত্রাই উপজেলার আমপুর গ্রামে আবুল কালাম আজাদের ছেলে ইমরান (২২) এর সাথে।আর এ ঘটনা ঘটিয়েছে একই ইউপির সিংসাড়া গ্রামের মৃত ইয়াসিন উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে আলা (৪৫)।

এ ঘটনায় ইমরানের ফুফাতো ভাই প্রাবাসী মোঃ বাবু হোসেন বলেন, আমি আমার ফুফাতো ভাইকে বিদেশ (সৌদি) নিয়ে আসার জন্য তার সাথে যোগাযোগ করি। সে আমার ফুফাতো ভাইকে ভিসা দিতে চেয়ে আমার কাছ থেকে তিন দফায় (০১।০৩।২০২২ ইং ৪৫০০০/-হাজার টাকা, ২২।০৪।২০২২ইং, ৬০,০০০/- টাকা,১৭।০৫।২০২২ইং ৪৫০০০/- হাজার টাকা) এবং (ইসলামী ব্যাংক একাউন্ট নং -২০৫০৭৭৭০২০৭০৮৫৮২৩) ১৭।১০।২২ইং তারিখে ১ লক্ষ টাকা, মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

সেই সাথে অভিযোগ সূত্রে জানাযায়,ভুক্তভোগী ইমরানের ভাবি মোছাঃ আয়শা খাতুন (২৩),নিকটস্থ থানায় একটি লিখিত অভিযোগ করে বলেন,আমার দেবর মোঃ ইমরানকে বিদেশে পাঠানোর জন্য আমরা ০১ বছর পূর্বে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি বিবাদী আলাউদ্দিন আলার নিকট।টাকা হাতিয়ে নেওয়ার পর সে বিদেশ না পাঠিয়ে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করতে থাকে।

পরবর্তীতে তাহার নিকট আমাদের দেওয়া ২ লক্ষ ৫০ হাজার টাকা চাইতে গেলে আজ দিবো কাল দিবো বলিয়া বিভিন্ন রকমের তালবাহানা করিয়া আসিতে থাকে। এমতাবস্থায় প্রায় ০৬ মাস পূর্বে আমরা বিবাদীর কাছে উক্ত টাকা ফেরত চাইলে বিবাদী আমাকে কোন টাকা পয়সা দিবেনা মর্মে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের ভয়ভীতির হুমকি প্রদান করেন।

এ বিষয়ে আত্রাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :