মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবন্দী দিনমজুর আব্দুল কুদ্দুস প্রামাণিক (৬০) এর পরিবার। ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের অন্তর্গত বাহাদুরপুর নামক গ্রামে। তথ্য অনুসন্ধানে জানা যায়, মৃত ছবির প্রামানিক এর ছেলে বাহাদুরপুর নিবাসী মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক এর সাথে একই গ্রামের মৃত জুনু প্রামানিক এর ছেলে মোঃ জালাল উদ্দিন এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, জালাল উদ্দিন ও তার কয়েকজন সহযোগী মোঃ খোকন প্রামাণিক পিতা: মৃত মানিক প্রামানিক, মোঃ রশিদুল মন্ডল পিতা: মৃত শাহাদ মন্ডল সহ আরও অনেকে মিলে জোর জবরদস্তি তাদের ঘর থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা দেয়।সেই সাথে প্রতিবেশীদের তাদের সাথে কথা বলতে ও কোন প্রকার লেনদেন করতে নিষেধ করেন। এমনকি বাচ্চাদের স্কুলে যাওয়া ও বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা।
তিনি আরও অভিযোগ করে বলেন, গত (৯ই মে ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ তার বড় ছেলে মোঃ বেলাল হোসেন প্রামানিক (৩৫) অপর একটি জমি বন্ধক নেয়ার উদ্দেশ্যে এক লক্ষ ৫০ হাজার (১৫০০০০) নগদ টাকা সাথে নিয়ে বাড়ির পাশে বাজারে গেলে জালাল উদ্দিন, খোকন প্রামানিক, রশিদুল মন্ডল সহ আরও কয়েকজন মিলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে নগদ টাকা গুলো ছিনিয়ে নেয়। ভুক্তভোগী বেলালের চিৎকারে অন্যান্য লোকজন ছুটে এলে তারা হুমকি প্রদর্শনপূর্বক স্থান ত্যাগ করে।
পরবর্তীতে রাতেই আহত বেলাল হোসেনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।বিষয়টি নিয়ে মোঃ আব্দুল কুদ্দুস বাদী হয়ে আত্রাই থানায় অভিযোগ দয়া করেন। প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মহিলা বলেন, বিবাদীরা আব্দুল কুদ্দুস এর বাড়িতে এসে প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদর্শন করছে। আব্দুল কুদ্দুসের দিনমজুর ছেলেরা বাইরে কাজে যেতে পারছে না। আহত বেলাল হোসেন বলেন, আমরা খুব ই আতঙ্কিত অবস্থায় আছি এবং বাড়ি থেকে বের হতে পারছি না কোনো আয় রোজগারও নাই আমরা মানবতের জীবন যাপন করছি। বেলালের ছোট ভাই ফজলাল বলেন, আমরা দিনমজুর বিভিন্ন হাটে বাজারে ভাজা বিক্রি করে সংসার চালায় কিন্তু বাড়ি থেকেই আমরা বের হতে পারছি না। অভিযোগের পর পুলিশ এসে আসামিদের সাবধান করে দিলেও পরবর্তীতে তারা প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদর্শন করে যাচ্ছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বলা হলে তিনি বলেন,আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ভাবে তাদের আইনের আওতায় আনা হোক।
Leave a Reply