সাভার প্রতিনিধি :আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকে পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন সুমন আহমেদ ভূইয়া। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে (১৩ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেয়ার কারণ হিসেবে তার পারিবারিক ও ব্যক্তিগত কারনের কথা জানান। আসন্ন ২৯ তারিখের ইয়ারপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পদত্যাগপত্র জমা দেয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কিংবা পারিবারিক কারণের কথা বলা হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সুমনের অনুসারীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন সুমন আহমেদ ভূঁইয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসায় সাভার উপজেলা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের রোষানলে পরে তিনি তার ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আশুলিয়া থানার সাংগঠনিক পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন। আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে এই অব্যহতির আবেদন পত্র জমা দেন । কয়েকদিন আগে অব্যহতি পত্র জমা দিলেও গতকাল তিনি রিসিভ কপি হাতে পেয়েছেন।
সুমন আহমেদ ভূঁইয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আপ্লুত হয়ে পড়েন। এসময় তাকে কাঁদতে দেখা যায়। তিনি বলেন ছোটবেলা থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগকে ভালবেসে তার বাবা মৃত্যু অবধি সুখে-দুখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে ছিলেন। ছোটবেলা থেকে তিনি নিজেও বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে আওয়ামী আদর্শে নিজেকে একজন প্রকৃত আওয়ামী লীগের কর্মী হিসেবে তৈরি করেছেন । ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজধানীর খাতায় নাম লিখান বলেও জানান বাংলাদেশ আওয়ামী লীগ আশুলিয়া থানার এই সাংগঠনিক সম্পাদক।
একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান এর সন্তানের পাশাপাশি নিজেও একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েও কেন আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেলেন না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সুমন আহমেদ ভূঁইয়া বলেন দেখুন আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমি তা পাইনি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন,তাহলে কি আপনি দলের বিরুদ্ধে নির্বাচন করছেন .? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সুমন আহমেদ ভূঁইয়া বলেন আমার চিন্তা-চেতনা মনন এবং আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা নৌকার বিপক্ষে যাওয়ার কোন প্রশ্নই আসে না। তবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ব্যক্তির বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে সুমন আহমেদ ভূইয়া আগামী ২৯ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সাধারণ মানুষের ভালবাসায় বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে সংবাদিকদের মাধ্যমে স্থানীয়দের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply