মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় পূজামন্ডপে মদ্যপান করে মাতলামি করতে নিষেধ করায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত জখমসহ ইউপি সদস্যর নিজস্ব অফিস ভাংচুর করেছে স্থানীয় বখাটেরা। এঘটনায় একজন আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নয়ারহাট গোপীনাথপুর বংশী মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামের ছেলে মিলন (৩৩) কে আটক করা হয়।
এর আগে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার গোপীনাথপুর পূজামন্ডপে এঘটনা ঘটে।
জানা যায়, মদ্যপান করা নিয়ে কথা কাটাকাটির জেরে হামলা চালিয়ে রাজীব নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় বখাটেরা। এখবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) জসিম নামের একজনকে বিষয়টি জানার জন্য পূজামন্ডপে পাঠালে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবের অফিসেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করে হামলা কারীরা। এঘটনায় রাজীব হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত রাজীব হোসেন (৩৭) পাথালিয়া ইউনিয়ন নয়ারহাট এলাকার চাকলগ্রামের মনজুরুল আলমের ছেলে।
অভিযুক্তরা হলো,মিলন,রাহাত,রাহুল,সোহান,করিম,হৃদয়,সাব্বির,নিশান বর্মন সহ অজ্ঞাত ৮-১০জন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারের নিজস্ব কার্যালয়ের সামনে রাজীব অবস্থানকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় অভিযুক্তরা।
এসময় রাজীবকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে জসিম নামের একজন এগিয়ে এলে তাকেও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আহতরা প্রাণ বাঁচাতে ইউপি সদস্যর অফিসে আশ্রয় নিলে ওই অফিসেও হামলা চালিয়ে ভাংচুরসহ ব্যাপক লুটপাট করে হামলাকারীরা। পরে স্বজরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা এলাকার বিতর্কিত এক নেতার অনুসারী। তারা আধিপত্য বিস্তারে এলাকায় আতংক সৃষ্টি করতে মাঝেমধ্যেই এলাকাবাসীর ওপর এমন হামলা চালায়।
এব্যাপারে পাথালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব বলেন, গত রবিবার রাতে গোপীনাথপুর পূজামন্ডপে এলাকার কিছু বখাটে যুবক মদ্যপান করে মাতলামি করেছে। এমন খবরে জসিম নামের আমার একলোক ঘটনাস্থলে পাঠাই। তার আগেই অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করে রাজীবকে মাথা ফাটিয়ে দেয় ফলে পূজামন্ডপে বিরাট হট্টগোল শুরু হয়। জসিম এবিষয়টি জানতে চাইলে তার ওপর চড়াও হয়ে বেধরক মারপিট করে তাঁরা। আহতদের আমার অফিসে আশ্রয় দেয়ায় হামলাকারীরা আমার অফিসেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে লুটপাও করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আফজালুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply