সাভার প্রতিনিধি
ইনারহুইল ক্লাব অব ইস্কাটন ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ এর সহযোগিতায় সিডাবের আয়োজনে মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও শিক্ষা সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার (২৮ সেপ্টেম্বর) সিআরপি রেডওয়ে হলে ইব্রাহিম শেখকে হুইলচেয়ার প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইনার হুইল ক্লাব অব স্কাটনের সভাপতি এ্যাডভোকেট মোরশেদা নাসির। অনুষ্ঠানে ৭ টি হুইল চেয়ার অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। হুইল চেয়ার হাতে পেয়ে শারীরিকভাবে অসুস্থ এই মানুষগুলো উচ্ছাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ছিলেন, ইনার হুইল ক্লাব অব স্কাটনের সদস্যগণ।
জুবায়ের ইসলাম জিতুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডাব এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সহ সভাপতি হুমায়ুন কবির।
সহ সাধারণ সম্পাদক রায়হান মিঠু।
সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (সজল)
কোষাধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব স্কাটনের সভাপতি এ্যাডভোকেট মোরশেদা নাসির বলেন আমরা প্রতি বছর প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ নানা রকমের সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি এবং আমার সংগঠন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।
Leave a Reply