ওনলাইন ডেস্ক: নারী মানেই- রাতের বুকে জেগে থাকা প্রজাপতি নয়।
নারী মানেই- শুধু তৃষ্ণায় ব্যাকুলতা চাতকী নয়।
নারী মানে -সুন্দর জাতি,ধর্ম,মত্ব লোকে স্বর্গের নিজ ঠিকানা। নারী মানে -স্বপ্ন সৌধ পরমাত্নার সানিধ্য লাভ।
আর সেই নারীই- কখনো কখনো নিষ্ঠুরতম হয়।
যেমন- মানি প্লান্টের ভেতর রূপলী এঞ্জেল, উত্তপ্ত লাভার ভেতর এক খন্ড হীরক।।
সময়ের ইতিহাসে তীরন্দাজ বলে যে বীরের খ্যাতি –
সে বীরকেও পরাভূত করে লজ্জ্বায় মুখ লোকাতে বাধ্য
করে, কিছু অসাধু ব্যক্তিত্বহীন নারী।
তক তকে লোহার টুকরার মত রুপরেখা, যেদিকে- বাঁকানো যায়- সে দিকেই তীর হয়ে প্রকাশ পায়।
আবার সেই নারীর কদম তলেই -হীরা, মণি,মুক্তা অমূল্য
রত্ন গচ্ছিত বীধাতার। কাঠামো ভেঙে চৌচির করে কিছু নারী, আবার ঈমানে, আমলে, আকিদায়, তাকুয়ায় মজবুতও করে কিছু নারী।।
কেউ-কেউ আবার নারীদের নিয়ে মেতেছে নব-নব খেলায়। উপরে নারী অধিকার নারী অধিকার বলে বলে
গলা বাজী আর মঞ্চফাটিয়ে চলেছে। অথচ ভেতরে ভেতরে নগ্নতায় বিশ্বাসী হয়ে-অন্ধকারকেই আমন্ত্রণ জানাচ্ছে। মাঝে মাঝে বড্ড হাসি পায় – বিশ হাত লম্বা
ব্যানার নারীদের হাতে তুলে দিয়ে, মাঝখানে লেখেদিয়েছে
“”ওলামা পরিষদ”” হাঃ হাঃ হাঃ হাঃ
পেট খালি বুক খালি
কপালের উপর এক নুক্ত।
তাদের নাকি ওলামা পরিষদ
একধম পাকা পোক্ত।।
হাঃ হাঃ হাঃ হাঃ হায় আফসোস – আসলে এরা কেহ-ই নারীর পূর্ণ অধিকার চায় না।
এক মাত্র ইসলাম, ইসলামের নীতিই-দিতে পারে নারীর
পূর্ণ অধিকার।। তাই আসুন নারী সমাজ, আমরা ইসলামের দীক্ষায় দীক্ষিত হই।।
সকল বন্ধুদের বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।।
Leave a Reply