স্টাফ রিপোর্টার :শেখ নয়ন ফয়েজী
শীতের পড়ন্ত বিকেলে দেশের উত্তরাঞ্চলে জমে উঠেছে ফুটবল খেলা। আজ নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল ফুটবল মাঠে হয়ে গেল রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা।
খেলা দেখতে আসা কয়েকজন দর্শক বললেন, এটা ফুটবলের মৌসুম। এ সময় মাঠ ফাঁকা থাকে। হাতে কাজও কমে যায়। ফলে গ্রামগঞ্জে ফুটবল খেলার ধুম পড়ে যায়।
আজকের ম্যাচে রাজশাহী ফুটবল একাদশ ও নীলফামারী ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ১-০ গোলে জয়ী হয় রাজশাহী ফুটবল একাদশ রাতোয়াল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চলে যায় রাজশাহী ।
বেলা সাড়ে তিনটার দিকে গিয়ে দেখা যায়, মাঠ কানায় কানায় পূর্ণ দর্শকে।
খেলার প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়ে। ফলে বিরতির আগপর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকে। বিরতির পর আক্রমণ -প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। দর্শকের উচ্ছ্বাসও বাঁধ ভাঙে তীব্র শব্দে সচকিত হয়ে ওঠে পুরো মাঠ ।
খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে রাজশাহী ১-০ গোলে এগিয়ে যায়। পরে নীলফামারী অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারেনি।
ম্যাচ দেখতে আসা ইসমাইল হোসেন বলেন, তিনি নিজেও একসময় ফুটবল খেলতেন। এখন কৃষি কাজ করেন। আজ কাজ বন্ধ করে ম্যাচ দেখতে এসেছেন।
শুধু কৃষি জিবি ইসমাইল নন, খেলা দেখতে আসা অনেকই বলেন এটা ফুটবলের মৌসুম এ ছাড়া দুদিন ধরে আবহাওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি। ফলে কাজ না থাকায় দলে দলে লোকজন খেলা দেখতে এসেছেন।
ম্যাচটি দেখতে প্রায় ৫ হাজার দর্শক এসেছেন বলে কয়েকজন দাবি করেন।রাণী নগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খেলা দেখতে আশা অনেক দর্শক বলেন, শীতের মৌসুমে খেলা জমবে ভালো। এ সময় নওগাঁ জেলার রাণী নগর উপজেলা সহ বিভিন্ন মাঠে ফুটবল টুর্নামেন্ট চলে।
রাতোয়াল গ্রামে ম্যাচ শেষে মাইকে ঘোষণা দেওয়া হয়, সামনের শনিবার (২৫ শে জানুয়ারি) একই মাঠে রাতোয়াল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply