সাভার প্রতিনিধি: সাভারে এক জামায়েত নেতার তথ্য চাওয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মো. ওমর ফারুককে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের বিরুদ্ধে । এছাড়া ওই প্রতিষ্ঠানের সহকারী ব্যাবস্থাক (নিরাপত্তা) রাফির ও সাংবাদিকদের সাথে অসদাচরণ ও হুমকি প্রদান করে। এঘটনায় শনিবার (২৪ মে) রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮০২) করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ মে) দুপুরে ফুলবাড়ীয়া বাজার এলাকার একেএইচ নিটিং এন্ড ডাইং লিমিটেড কারখানায় আত্মগোপন থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল বাশারের তথ্য চাইতে গেলে এ হুমকির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বলেন, সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম আবুল কাশেম। তিনি একেএইচ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক । সাংবাদিককে হুমকির বিষয় জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মো. ওমর ফারুক বলেন, সাভারের চাপাইন এলাকার হাসান মন্ডল নামে এক ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় জামায়াত নেতা আবুল বাশার একেএইচ নিটিং এন্ড ডায়িং কারখানায় চাকুরির সুবাদে তেঁতুলঝোড়া ইউনিয়নের র্শীর্ষ বিএনপি ও জামায়ত নেতাদের নিয়ে কারখানাটির ভিতরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তার নিজ বাসভবনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। আবুল বাশার ও আবুল খায়ের দুই ভাই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন, পুলিশ অ্যাসল্ট ও নাশকতামূলক কর্মকান্ডের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাভারে এসে আত্মগোপন করেছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত একেএইচ নিটিং এন্ড ডায়িং লিমিটেড কারখানার সামনে গেলে প্রতিষ্ঠানের সহকারী ব্যাবস্থাক (নিরাপত্তা) রাফি আমি ও আমার সাথে থাকা অন্য সাংবাদিকদের সাথে অসদাচরণ ও হুমকি প্রদান করে। পরে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিলাক মো. আবুল কাশেম এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে অসদাচরন করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন এবং নিজেকে ক্ষমতাবান দাবি করে সাভার থানার ওসির কাছ থেকে তার সম্পর্কে জেনে নিতে বলেন। প্রতিবেদকের কাছে এসব কথপোকথনের অডিও রেকর্ড রয়েছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি বিষয় নিয়ে তদন্ত করছি। সত্যটা পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply