1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও”

ডিআইজি পরিচয়ে প্রতারণা; ডিবির জালে আটক ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

সাভার প্রতিনিধি : সাভার, আশুলিয়া, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার রাজত্বে একাই রাজা বনেছিলেন দুই প্রতারক। শুধু তাই নয়,পরিচয় দিতেন পুলিশের বড়কর্তা হিসেবে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মূলহোতা সহ পুলিশ আটক করে দুই প্রতারককে। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পপিএিম (বার) এর নির্দেশনায়, অতরিক্তি পুলিশ সুপার, ডিবি মুবাশ্বিরা হাবীব খান, পপিএিম-এর সরাসরি তত্ত্বাবধানে ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমদে বিপ্লবের নেতৃত্বে এসআই মোঃ আনােয়ার হোসেন একটি চৌকস দল সহ আসামিদের আটক করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ বলছে আটককৃতরা কখনো পুলিশের ডিআইজি ও তাঁর পিএস এবং পুলিশের বড় কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো জগন্য অপরাধে জরিত থাকার প্রমাণ মিলেছে তাই প্রতারক চক্রের প্রধানসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতদের কাছ থেকে অপরাধ প্রতিদিন নামে একটি ভুয়া সাংবাদিক পরিচয় পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশ্বিরা হাবীব খান, পিপিএম-সেবা।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নগর ভেলা গ্রামের খোরশেদ আলমের ছেলে ও চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) এবং তার সহযোগী একই জেলার কেতুন এলাকার মো: হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)।

পুলিশ জানায় তারা যৌথভাবে দীর্ঘদিন ধরে এই পরিচয়ে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।
সাভার থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পরিচয় দিত। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য সে তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি মোবাইল নম্বরে ফরওয়ার্ড করে রাখে। কেউ তাকে ফোন দিলে সেই ফোনকলটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে চলে যায়। এভাবে সে বিভিন্ন সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের কাছে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিল।

গত ১৫ জুন সকালে সাভার মডেল থানাধীন থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে একইভাবে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করে। এ ঘটনা সাভার মডেল থানা পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়।
পরে কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা রেঞ্জের ডিআইজির দেহরক্ষী ও পুলিশ সদস্য মো. সোহানুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় (মামলা নং-৬৬) দায়ের করেন। মামলা দায়েরের পর প্রতারক চক্রের প্রধানসহ অপরাধীদের ধরতে মাঠে নামে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) ও তার সহযোগী হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপ-পরিদর্শক (এস আই) অনোরার হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :