সাভার আশুলিয়া প্রতিনিধি, মো:আসিফ খান
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার অভিযোগে করা এক মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভার বাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।
গ্রেফতার ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে।
র্যাব-৪ এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার থানার এক মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply