মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় রতন হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ (৪৩) কে দীর্ঘ ১৯বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার অদূরে অবস্থিত সাভার উপজেলার,আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হামিদকে ৮ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।সে উপজেলার সাহেবগঞ্জ দক্ষিন পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
নিহত রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬মে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আমার বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগিরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিলো।
ওই মামলার রায়ে বিজ্ঞ আদালত হামিদকে মৃত্যুদন্ড এবং আরও দুইজনকে যাবতজীবন কারাদন্ডে দন্ডিত করে। এছাড়া আরও একজন খালাস পায়।
এ বিষয় নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন,রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯ সালে মৃত্যু দন্ডে দন্ডিত করে। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় স্থায়ী র্যাব বাহিনীর সদস্যদের সহযোগিতায় এসআই মোঃ চাঁদ আলী, এএসআই মোঃ রাকিব হোসেন,কনস্টেবল মোঃ রুবেল মিয়া ও কনস্টেবল মোঃ শহিদুল ইসলাম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।গ্রেপ্তার হামিদকে আমরা আজ (শুক্রবার)বিকেলে আদালতে সোর্পদ করেছি।
এ বিষয়ে এসআই, চাঁদ মিয়া ও এএসআই রাকিব হোসেন এর সাথে মুঠোফোনে বলা হলে উনারা অপরপ্রান্ত থেকে বলেন, আমরা ওসি স্যারের দিকনির্দেশনায় মৃত্যদন্ডপ্রাপ্ত (ফাঁসির) পলাতক আসামি হামিদ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।
Leave a Reply