1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল আহম্মেদ কে হত্যার চেষ্টা সুন্দরী সাদিয়া সুলতানার ৫ স্বামী, শয্যাসঙ্গী শতাধিক পুরুষ! ধর্ষণ ও নিপীড়নকে রুখে দিতে মোহাম্মদপুরবাসী ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলবে ওসির সাথে অসদাচরণ করা ভুয়া পিয়ন সুমন গ্রেফতার, তথ্য সংগ্রহে গিয়ে পুলিশের বাঁধার মুখে গণমাধ্যমকর্মী কাশিমপুর গণমাধ্যমকর্মীর ওপর হামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে প্রশাসনের নিরব ভূমিকা আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের হেনস্থা,থানায় লিখিত অভিযোগ আত্রাই মাদকাসক্ত রিপন আতঙ্কে পরিবার ও গ্রামবাসী আশুলিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক আত্রাইয়ের ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী সহ আবাসিক হোটেল থেকে আটক সাভারে আদালতের নির্দেশে ইটভাটা গুড়িয়ে দিলেন এসিল্যান্ড জহিরুল আলম

ধর্ষণ ও নিপীড়নকে রুখে দিতে মোহাম্মদপুরবাসী ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মোহাম্মদপুর এর পক্ষ থেকে আজ ১০ মার্চ বিকাল ৩.৩০টায় মোহাম্মদপুর টাউন হলের সামনে এক নাগরিক অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নব্বইয়ের স্বৈচারবিরোধী আন্দোলনের নেতা রুস্তম আলী খোকনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নিপীড়নবিরোধী আন্দোলনের অন্যতম নেতা লুনা নূর, সাবেক ছাত্রনেতা লাকি আক্তার, খেলাঘরের সভাপতি লাবনী শবনম মুক্তি, বিশিষ্ট গবেষক ড. তারিকুজ্জামান সুদান, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান খান, সুপ্রীম কোর্টের আইনজীবী তানইয়া নাহার, উদীচীর সাধারণ সম্পাদক বাসু রায় চৌধুরী, গ্রীণ ভয়েসেরে সংগঠক ফাহমিদা নাজনীন, সাবেক ছাত্রনেতা লাবলী হক,আহমদ ছফা পাঠাগারের পক্ষে সেলিম খান প্রমূখ।
সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমতিয়ার শামীম, লেখক পিন্টু ভেীমিক, লেখক জয়শ্রী সরকার, শিক্ষক তাহমিনা আহমেদ, আহমেদ তালাত তাহজিব, জাহিদুল ইসলাম সজিব প্রমূখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, সংস্কারের নাম করে বর্তমান সরকার নানান কার্যক্রম গ্রহণ করলেও নারীর উপর নিপীড়ন ও ধর্ষন কোনভাবে রোধ করতে পারছে না। নারীদের বিশাল অংশগ্রহণে সাম্প্রতিক আন্দোলন সংগঠিত হলেও এরই মধ্যে নারীর উপর নিপীড়নকে উস্কে দিচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠীসহ একটি চিহ্নিত মহল। মব ভায়োলেন্সকে উস্কে দিয়ে সারাদেশে নিপীড়নকে জায়েজ করা হচ্ছে নানানভাবে। বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষণসহ নারীর উপর সকল নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দায়িত্বে যারা ব্যর্থ হচ্ছেন তাদের পদচ্যুত করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০ কোটি মানুষের এই দেশে ১০ কোটি যদি নারী হয় সেই নারী শক্তিকে যে গোষ্ঠী অবদমিত করতে চাইবে তাদের নিশ্চিহ্ন করবে এদেশের সংগ্রামী মানুষেরা। নারী শক্তিকে যারাই অবহেলা করবে তাদের পরিণতি হবে ভয়াবহ।
সাম্প্রতিক মাগুরায় ধর্ষণের শিকার আছিয়া সহ সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবি জানান। সমাবেশ থেকে আগামীতে কঠোর কর্মসূচির প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে খেলাঘর, উদীচী, গ্রীণ ভয়েস, বহ্নিশিখা, আহমদ সভা পাঠাগার, শিক্ষা সংস্কৃতি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্ব স্ব ব্যানারে সংহতি জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :