উপজেলা প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে প্রতারণা করে তার দেওয়া ১০ ভরি স্বর্ণের গহনা, অর্থ, আইফোন ১২-প্রোমেক্স, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ও তিন লাখ টাকা নিয়ে সাদিয়া সুলতানা নামে এক তরুণী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার সর্বশেষ স্বামী রিয়ান খানের অভিযোগ সাদিয়া সুলতানার এর আগেও ৫ টি বিয়ে হয়েছে। সে ফেসবুকে নানা রকম লোভনীয় কথা এবং ছবি শেয়ার করে মানুষকে আকৃষ্ট করে বিয়ে কিংবা প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। মানুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া সাদিয়া সুলতানার পেশায় পরিনত হয়েছে।
গত ২ মার্চ ওই তরুণী নবাবগঞ্জ উপজেলার শিকারি পাড়ার বিষমপুর এলাকায় ওই প্রবাসীর বাড়ি থেকে তিনি পালিয়ে যান।
অভিযুক্ত সাদিয়া সুলতানা নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী প্রবাসী রিয়ান খান নবাবগঞ্জ উপজেলার শিকারি পাড়ার বিষমপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জানান, গত ১৪ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে পরবর্তীতে ওই প্রবাসী জানতে পারেন, তার স্ত্রীর আগেও বিয়ে হয়েছিল, যা তার কাছে লুকানো হয়।
তিনি জানান, ছয় মাস পর তিনি তার স্ত্রীর আগের বিয়ের কথা জানতে পারেন। এছাড়া স্বামী বিদেশে থাকা অবস্থান তিনি দুই রাত অন্য স্থানে গিয়ে কাটায়। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বানানোর কথা বলে বাবার বাড়ি গিয়ে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ সময় প্রবাসী স্বামীর দেওয়া স্বর্ণের গহনা, অর্থ, আইফোন মোবাইলসহ গত ২ মার্চ সকালে বাড়ি থেকে পালিয়ে যান।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই প্রবাসী। নিজের দেওয়া অর্থ ও জিনিসপত্র ফেরতের জন্য আইনের সহায়তা চান তিনি। জানা গেছে সাদিয়া সুলতানা সর্বমোট চল্লিশটিরও অধিক প্রেম করেছে।
Leave a Reply