মুলাদী প্রতিনিধি: মুলাদীতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে সহসভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রস্তাব সমর্থন ও সদস্যদের সর্বসম্মতিতে আলমগীর হোসেন সুমন (ইত্তেফাক) সভাপতি এবং রোকনুজ্জামান রোকন মোল্লা (বরিশাল ভোরের আলো) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. নজিবুর রহমান ভূইয়া কামাল (নয়াদিগন্ত), সহসভাপতি মো. মোশাররফ হোসেন (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল হক তারেক (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ (দৈনিক ঘোষণা), সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (বিপ্লবী বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির জুয়েল (সাহসী বার্তা), দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা (সত্য সংবাদ), নির্বাহী সদস্য হুমায়ুন কবির প্যাদা (কীর্তনখোলা), মো. রাকিবুল ইসলাম রাকিব (মাইটিভি)। এসময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মুলাদী প্রেসক্লাবে নতুন সদস্য অন্তভূক্তির জন্য মো. মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং রোকনুজ্জামান রোকন মোল্লাকে সদস্য সচিব করে ৩সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply