সাভার প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো এবার দিবসটি উদযাপন করা হয়েছে। যার ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে সাভার সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ।
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সোহেল রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ । আয়োজিত অনুষ্ঠানে বিশেষভাবে শিশুদেরকে শেখ রাসেল সম্পর্কে ধারণা দেন অনুষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা । অনুষ্ঠানে শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ১৮ই অক্টোবর বুধবার বিকেলে সাভার সদর ইউনিয়ন পরিষদে উদযাপিত হয় দিবসটি।
আয়োজিত অনুষ্ঠানে শিশুরা ছাড়াও উপস্থিত ছিলেন , সাভার সদর ইউনিয়ন পরিষদের সচিব মহসিন মিয়া, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান শাহিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুমি, সংরক্ষিত নারী সদস্য আঞ্জুমান আরা রানু,
মনোয়ারা আক্তার ও কানিজ ফাতিমা, সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন, ঢাকা জেলা উওর ছাত্র লীগের সহ-সভাপতি মোবারক হোসেন খাঁন পলক, যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সহ আরো অনেকে। দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মী ও শিশুদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply