1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা বুলু সাভারে ঈদ পুনর্মিলনী ও যুবদলের নতুন অফিস উদ্বোধন করলেন সাবেক সংসদ সালাউদ্দিন বাবু আত্রাই নারীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে হাত- পা বেঁধে নির্যাতন,যুবক মৃত্যু শয্যায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম ভোঁপাড়া’বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নূরুল ইসলাম সুজন মৃধা নওগাঁবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছন জাহিদুল ইসলাম ধলু আত্রাইবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ওসি শাহাবুদ্দিন ত্রিমুখী সংকটে দিশেহারা ট্যানারি খাত; ইমাম হোসাইন এদেশে আর আওয়ামী লীগের জায়গা হবে না ; অন্তর্বর্তী সরকারের বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন: আমান উল্লাহ আমান সাভার পৌরসভার এক মাত্র ইজারাকৃত হাটকে নিয়ে চলছে মহাচক্রান্ত

সাভারে যুবদলের আলোচনা সভায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিতের দাবি ; তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানান যুবল নেতা শহিদুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সাভার প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত আওয়ামী শাসনামলে যে দমন-পীড়ন চালানো হয়েছে, তার বিচারের জন্য অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম।
শুক্রবার (১৬ মে) বিকেলে সাভারের বিরুলিয়ায় আমিন মোহাম্মদ মাঠে এক বিশাল আলোচনা সভায় তিনি এ দাবি জানান। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে সাভার থানা যুবদল।
আলোচনা সভার শুরুতে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে সভাস্থলে হাজির হন নেতাকর্মীরা। সভা পরিণত হয় জনসমুদ্রে।
প্রধান অতিথির বক্তব্যে হাজী শহিদুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বিনা অপরাধে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ জিয়ার সৈনিকদের শুধু বিএনপি করার অপরাধে বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বহু আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে।”
তিনি বলেন, “এই সরকারের দুঃশাসনের বিচার একদিন হবেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এসব ঘৃণ্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং দল ও দেশকে রক্ষা করতে বড় ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। একই সঙ্গে কোন গোষ্ঠী যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সে দিকেও নজর রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা মঞ্জু মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ মফিজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা মো.আব্দুল লতিফ, মোঃ আশরাফুল ইসলাম,মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ মাহফুজুল ইসলাম, মোহাম্মদ আয়নাল হক, মোঃ পারভেজ আহমেদসহ বিরুলিয়া ইউনিয়ন, কাওন্দিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের আন্দোলনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :