এইচ এম হুমায়ুন কবির :
ধর্মের নামে ব্যবসা যেনো নিয়মে পরিণত হয়েছে। মুরাদনগরের সোনাকান্দা দরবার শরীফে ধর্মের দোহাই দিয়ে রমরমা অর্থ বাণিজ্যের অভিযোগ নতুন নয়। দরবার শরীফের আয়ের অর্থ থেকে ঢাকা শহরে একাধিক প্লট এবং ফ্ল্যাটের মালিক বনেছেন দরবারের প্রধান পীর মাহমুদুর রহমান। পারিবারিক চুক্তি ও নিয়ম অনুযায়ী কোন সর্ত না মেনে অন্য সাত ভাইকে অর্থকরী থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হননি মাহমুদুর রহমান। সব শেষ দরবারের সম্পদ নিয়ে বিরোধের জেরে শরিফ উদ্দিন মোহাম্মদ হাসান নামের এক পীরকে মারধরের ঘটনা ঘটেছে । গত রোববার রাতে মুরাদনগর উপজেলার সোনাকান্দা দরবার শরীফের মাহফিল চলাকালে তাকে মারধর করা হয় বলে জানান ভুক্তভোগী শরিফ উদ্দিন মোহাম্মদ হাসান । সোনাকান্দা দরবার শরীফের প্রধান পীর মাহমুদুর রহমানের নির্দেশে তার ভক্তদের নিয়ে গঠিত বাহিনী দ্বারা নির্মমভাবে প্রকাশ্যে প্রহার করা হয়।
সোমবার ভুক্তভোগী শরিফ উদ্দিন মুহাম্মদ হাসান বাংঙ্গরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার অভিযোগ সূত্র ও অভিযোগকারী হাসান বলেন -প্রধান আসামি মাহমুদুর রহমান,সানাউল্লাহ, আহাম্মদ সিকদার, হোসাইন আহমেদ,জাহিদুল ইসলাম ওরফে ফাহিম,আব্দুস সাত্তার সহ আরো অনেকের আগ্রাসী আচরণে হুমকির মধ্যে রয়েছি।
উল্লেখ্য ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি সোনাকান্দা দরবার এর প্রয়াতঃ পীর আবু বকর মুহাম্মদ শামসুল হুদার মৃত্যু হয়। এর পর সাত ছেলেদের মধ্যে দায়িত্ব নেন তার বড় ছেলে পীর মাহমুদুর রহমান। নিয়মানুসারে দরবার পরিচালনায় ভাইদের মতামত এবং পিতার অংশীদারিত্ব যথাযথভাবে বন্টন করার কথা থাকলেও বর্তমান পীর বরাবরই এ নিয়ম উপেক্ষা করে চলেছে। সে তার বাহিনী তৈরি করে আপন ভাইদের কোণঠাসা করে রেখেছেন এবং বঞ্চিত করে রেখেছেন সকল সুযোগ-সুবিধা থেকে।
পীর হাবিবুর রহমানের আপন ছোট ভাই ভুক্তভোগী হাসান বলেন প্রতিবছর মাহফিল থেকে ১০-১২ কুটি টাকা আয় হয়। দায়িত্বরত পীর দরবার এর টাকা দিয়ে নিজের নামে বাড়ি-গাড়ি করছেন। বিভিন্ন সময়ে নানা অনিয়মে জড়িত হয়েছেন,যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী । এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলেই মূলত পীর মাহমুদুর রহমান আমাকে দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। বিষয়টি নিয়ে ওই পীরের বিরুদ্ধে পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে সেসব কারনে আমার উপর ক্ষিপ্ত হয়ে
রোববার সন্ধ্যায় মাহফিলের মঞ্চে মারধর করে আমাকে বের করে দেয়া হয়। অভিযোগ অস্বীকার করে মাহমুদুর রহমান বলেন বহিরাগত লোকের ইন্দনে তার ছোটভাই হাসান পরিবার এবং দরবারের সুনাম ক্ষুণ্ন করছে । তাকে কোন মারধর করা হয়নি। থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন শরিফ উদ্দিন মোহাম্মদ হাসান নামে একজন সোনাকান্দা পীরসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনায় সোনাকান্দা পীর সাহেবের দরবার শরীফের মুরিদানদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ধর্মের নামে অর্থের রমরমা বাণিজ্যে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযোগের যেন শেষ নেই। এদিকে সোনাকান্দা দরবার শরীফের নিজস্ব বাহিনী দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওয়াকফের জমিও ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দেয়ার অভিযোগও রয়েছে এই পীর সাহেব মাহমুদুর রহমান ও তার গঠিত বাহিনীর বিরুদ্ধে।
Leave a Reply