মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: গতকাল ০৩ জুলাই, রোজ বুধবার সৌদি সময় দুপুর ১২ ঘটিকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৪ জন প্রবাসীসহ রাজশাহী জোলার বাগমারা উপজেলার একজন প্রবাসী নিহত হয়েছে।
নিহত প্রবাসীরা হলেন-উপজেলার শিকারপুর গ্রামের এনামুল ইসলাম,তেজনন্দুলী গ্রামের ফারুখ হোসেন, শুটকিগাছা গ্রামের মোঃ সুকবর আলী, রসুলপুর গ্রামের মোঃ সাইদুল ইসলাম।নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতম,স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস।জানায়,নিহতরা সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় কাজ করতো গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিহত হন।
সরকারের কাছে স্বজনদের দাবি তাদের (নিহত) লাশ দ্রুত দেশে ফিরে এনে যেন তাদের কাছে হস্তান্তর করার।
Leave a Reply