1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সৌদি থেকে প্রবাসীর ২২ লক্ষ টাকা স্বর্ণ দেশে এনে আত্মসাৎ করার পাঁইতারা,পুলিশের অভিযান আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. সনৎ কুমার প্রামাণিকের ব্যাপক প্রচার প্রচারণা আত্রাই দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা “রঞ্জু” বহিষ্কার সাভার অস্ত্র,ইয়াবা ও নারীসহ যুবলীগ নেতা হামিদ আটক নারী,ইয়াবা ও অস্ত্র সহ বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি হামিদ ডিবির হাতে আটক আত্রাই অপ্রাপ্ত বয়সে ০৩ জনের চাকুরীতে যোগদান, এখন নানা অনিয়মে লিপ্ত তারা আত্রাই মাদ্রাসা সুপারের দুর্নীতিতে দিশেহারা অভিভাবক ও শিক্ষার্থীরা আত্রাই ১ কেজি গাঁজা ও ১৯ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ আত্রাই ৩ বছরের শিশু ধর্ষনের শিকার,ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ আত্রাই প্রধান শিক্ষিকার লাগামহীন দুর্নীতি,ধ্বংসের দ্বারপ্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান

সিটি ইউনিভার্সিটিতে প্রথম ইন্ট্রা-বিভাগ কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আদনান হাসান সাভার প্রতিনিধি: আশুলিয়ার সাভারে অবস্থিত ইউজিসি ও সরকার কর্তৃক অনুমদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত সিটি ইউনিভার্সিটিতে প্রথম বারের মত ইন্ট্রা-বিভাগ কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ব্যাবসায় প্রশাসন বিভাগ, সিটি ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি বিসনেস এন্ড ইনোভেশন ক্লাব (কিউবিক)। গত ১৩ই নভেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলানায়তনে সনদপত্র ও সন্মাননা স্বারক বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডীন এবং প্রতিযোগিতার সঞ্চালক ও আহবায়ক, প্রফেরস ডঃ মহির কুমার রায়, এইচ আর ডিরেক্টর ও সহকারী অধ্যাপক, ডঃ ফারিয়া রাব্বি, রেজিট্রার, প্রফেরস মীর আখতার হোসেন, ডেপুটি রেজিট্রার, এস এম আল মামুন মুকুল, প্রধান বিচারক ও সহকারী অধ্যাপক, জুবায়ের আহমেদ, কিউবিক এর ক্লাব মডারেটর ও সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান সহ ব্যাবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে আলোচকরা ব্যাবসায় শিক্ষায় কেস স্টাডিজ এর গুরুত্ব তুলে ধরেন এবং ইউনিভার্সিটি প্রশাসন ও অংশগ্রহণকারী দলগুলোর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে উক্ত প্রতিযোগিতায় সিটি ইউনিভার্সিটির মোট ৯০ জন ব্যাবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রি ১৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ, ও দ্বিতীয় রানার-আপ দলগুলোকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এবং একটি দলকে ‘স্পিরিট অফ দা কন্টেস্ট’ ঘোষণা করা হয়। পুরো প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক, জুবায়ের আহমেদ, সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান, এবং সহকারী অধ্যাপক ও বিবিএ-এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর, মুরশেদুল আরাফিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :