পলাশ শীল ওমান।
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ও গালফ ওভারসিস এক্সচেঞ্জের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে রক্তদান কর্মসূচি। দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা এতে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।প্রবাসীরা বলছেন, এমন উদ্যোগ ওমানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এসময় উপস্থিত দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহ সভাপতি রেজাউল করিম এর রক্তদানের মধ্য দিয়েই কর্মসূচি শুরু হয়। এরপরে একের পর এক নারী পুরুষ সেচ্ছাই রক্তদানে অংশ নেন।রক্তদান কর্মসূচীতে ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর লোক সকাল হতেই আসতে থাকে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়।
এতে আরো উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের মহিলা উইংস, নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং প্রস্তাবিত চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস ও যুব উইংস ও মিডিয়া কর্মী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ,ব্যবসায়ী এবং সুশীল সমাজ প্রমুখ।
Leave a Reply