সাভার প্রতিনিধি : সাভার পৌর এলাকার গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আলীর বিদায় অনুষ্ঠানও সম্পন্ন করে স্কুল কতৃপক্ষ ও শিক্ষার্থীরা। ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) স্কুল মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিদ্যুৎসাহী সমাজ সেবক সালাউদ্দিন খান নঈম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, শিক্ষানুরাগী আসাদুজ্জামান উজ্জল, স্কুলের প্রধান শিক্ষিকা লাকি আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী প্রধান শিক্ষককে দেয়া হয় মানপত্র, ক্রেস্ট, এবং শুভেচ্ছা উপহার। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ স্কুল মাঠ খেলার উপযোগী করতে মাটি দিয়ে ভরাট এবং পাশ দিয়ে একটি ওয়াকওয়ে নির্মাণ করার আশ্বাস দিয়েছেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান স্কুলের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি সহ শিক্ষার্থীদের কল্যাণে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। এসময় সভাপতি তার বক্তব্য যুক্ত করেন উচ্চমাত্রার স্ক্রিন টাইম শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে,শিক্ষার মান উন্নয়ন বিনষ্ট করে এবং একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার পেছনে প্রধান অন্তরায়। সুতরাং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা খুবই জরুরী।
Leave a Reply