ওমান প্রতিনিধি: ৩০ জুন দুপুরে ওমানে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ওমানে দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান।
সমিতিটির সভাপতি, মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মাস্কাট বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দূতাবাসের HOC মিস মৌসুমী রহমান, দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর মোঃ হুমায়ুন কবির, দূতাবাসের প্রথম সচিব রওশন আরা পলি, দ্বিতীয় সচিব আসাদুল হক, সমিতির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি, সৈয়দ জাহাঙ্গীর আলম, এস এম জসীম উদ্দীন, নুরুল ইসলাম নুরু, প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, জনাব মোঃ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী ও লায়ন তাপস কুমার বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক জামাল চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ রিয়াদ, নাসির মাহমুদ, তথ্য প্রযুক্তি সম্পাদক কাজী রাশেদ।
উপস্থিত নেতৃবৃন্দ সমিতির মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে অভিহিত করেন। উল্লেখ্য
অসহায় প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, অসহায় প্রবাসীদের চিকিৎসা সেবায় আর্থিক অনুদান, বাংলাদেশ স্কুলের গরীব মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় প্রবাসীদের দেশে যাওয়ার ক্ষেত্রে এয়ার টিকিট প্রদান, ওমানের দুর্যোগে চট্টগ্রাম সমিতির অবদান, বাংলাদেশে প্রবাসীদের কল্যাণে চট্টগ্রাম জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেক্স, চট্টগ্রাম মহানগরে পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবাসী সহায়তা ডেক্স, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেক্স, প্রবাসীদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা সহ ওমান প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় চট্টগ্রাম সমিতি ওমানের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং দূতাবাসের পক্ষ থেকে মহৎ কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমান প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট অফিসারগণকে তাৎক্ষণিক নির্দেশ দেন। ভবিষ্যতে দূতাবাস সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply