সাভার প্রতিনিধি : সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় ২২ হাজার শিক্ষার্থী ও ৩ হাজার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে দূষণমুক্ত যান হিসেবে সাইকেল ব্যবহারে উৎসাহী ও অভ্যস্ত করে তোলার লক্ষ্যে ক্যাম্পাস জুড়ে ভিন্ন আঙ্গিকের এক নতুন কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আরএফএল বাইক’ বিনামূল্যে একশ’ বাইসাইকেল দিয়ে এ কর্মসূচিকে সহায়তা করছে।
ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল জনপ্রিয়করণের আজকের এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘এস এম ই’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান ও ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ বাইকের মূখ্য পরিচালন কর্মকর্তা (সিওও) মো. মোশতাক চৌধুরীসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিআইইউ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।
Leave a Reply